#
#

প্রিন্সিপালের বাণী

প্রফেসর,এ কে এম আবদুল হামিদ

> বিসমিল্লাহির রহমানির রহিম< জ্ঞানই আলোর পথ, শিক্ষাই জীবনের দিশা। অধ্যাপক আবু তাহের খান কলেজ সেই আলোকবর্তিকা, যেখানে সুশিক্ষা গড়ে তোলে সৎ, নৈতিক ও স্বপ্নবাজ প্রজন্ম। প্রিয় শিক্ষার্থীরা, জ্ঞানকে ভালোবাসো, মানবিকতাকে ধারণ করো— কারণ তোমরাই আগামী দিনের উজ্জ্বল বাংলাদেশ। অধ্যক্ষ, অধ্যাপক আবু তাহের খান কলেজ