অধ্যাপক আবু তাহের খান কলেজটি প্রতিষ্ঠিত হয় ২০১৫ সালে শিক্ষানুরাগী ও সমাজসেবক হাজী মো. জমির উদ্দিন এর উদ্যোগে তিনি অত্র অঞ্চলে আরো অনেক স্কুল মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের জন্য সুশিক্ষা ও সেবার আলো ছড়িয়ে দেওয়ার মহৎ উদ্দেশ্যে এ কলেজের যাত্রা শুরু হয়। গারো পাহাড়ের পাদদেশে, শান্ত-স্নিগ্ধ প্রাকৃতিক পরিবেশে ঘেরা বেলতলী, কৈলাটি ইউনিয়ন, কলমাকান্দা থানার, নেত্রকোনা জেলায় অবস্থিত এই কলেজটি শুরু থেকেই মানসম্মত শিক্ষার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে। কলেজের প্রথম বছরেই শতভাগ পাসের সাফল্য অর্জন করে এবং প্রতিবছর A+ প্লাসসহ অসাধারণ ফলাফল নিশ্চিত করে আসছে। অত্র কলেজের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক আবু তাহের খান স্যার, যিনি দক্ষিণ কান্দাপাড়া গ্রাম, কলমাকান্দা উপজেলার নেত্রকোনা জেলার গর্বিত সন্তান এবং বর্তমানে নেত্রকোনা সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর নিরলস প্রচেষ্টা ও দূরদর্শী পরিকল্পনার ফলেই কলেজটি আজ এই অবস্থানে এসেছে। অধ্যাপক আবু তাহের খান কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং প্রত্যন্ত অঞ্চলের মানুষের স্বপ্ন ও অগ্রগতির প্রতীক। শিক্ষা ও মানবিক সেবার আলো ছড়িয়ে দেওয়াই এই কলেজের মূল লক্ষ্য। ?উক্ত কলেজটি শিধলী বাজারের পাশে অবস্থিত।
See EIIN CertificateInstitute EIIN Number :
138802Institute Name
অধ্যাপক আবু তাহের খান কলেজTag
জ্ঞানই শক্তি” “আজ শিখো, কাল নেতৃত্ব দাও” “শিক্ষার আলোয় গড়ি আগামী”Address
বেলতলী,সিধলী বাজার,কলমাকান্দা,নেত্রকোনা।Mobile No
01711242232Current Student
23Institute Type
CollegeClass
একাদশ শ্রেণি,দ্বাদশ শ্রেণিClassroom
2